ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের এডিটোরিয়াল বোর্ড গঠন

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের এডিটোরিয়াল বোর্ড গঠন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও জ্ঞানচর্চার উৎকর্ষ সাধনের লক্ষ্যে একটি মানসম্মত গবেষণা জার্নাল প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমানকে এডিটর-ইন-চিফ, আন্তর্জাতিক শিক্ষক ও গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারকে এক্সিকিউটিভ এডিটর করে ৭ সদস্য বিশিষ্ট এই এডিটোরিয়াল বোর্ড গঠন করা হয়েছে।

এ বোর্ডে বিশ্ববিদ্যালয়ের ৫ জন বিভাগীয় প্রধানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গতকাল একটি অফিস আদেশ জারি করা হয়েছে। বোর্ডটি জার্নালের নামকরণ, প্রকাশনা নীতিমালা প্রণয়ন, গবেষণা প্রবন্ধ নির্বাচন, পিয়ার রিভিউ প্রক্রিয়া তদারকি, সম্পাদনা ও প্রকাশনার মান নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে উচ্চমানের গবেষণা প্রকাশ, গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার পরিসর সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, জার্নালটি নিয়মিত প্রকাশনার মাধ্যমে গবেষণা ও একাডেমিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত