ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৫৩

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৫৩

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, বনানী, কলাবাগান, রূপনগর ও হাতিরঝিল থানা পুলিশ। গতকাল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইফতি, মো. সোহেল, মো. ইফতি, সিনথিয়া ইসলাম, মো. তাহের উদ্দিন, ফাহিম ইসলাম শুভ, মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার, মো. ফয়সাল জনি, মো. সোহাগ, মো. হেলাল হোসেন, মো. মনির হোসেন, মো. ফারুক, মো. রাকিব, শামীম আহমেদ জয়, মো. রবিন, মো. জহিরুল ইসলাম ও মো. শাহীন। বনানী থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আমির হোসেন, মোহাম্মদ আব্দুল বাতেন, মো. রাজু, অপূর্ব চন্দ্র সরকার, মো. রুবেল হোসেন, মো. রাজু, মো. জাহাঙ্গীর খরামী, মো. সাজ্জাদ হোসেন, মো. রাসেল হোসেন, মো. শামিম মল্লিক, মো. রাশেদ, মো. সিফাত, সুমন মোল্লা ও মামুন শেখ। রূপনগর থানা পুলিশ গতকাল মঙ্গলবার নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হানিফ, মো. রাসেল, মো. হাসান আলী, মো. ইসমাইল হোসেন ওরফে সোহেল, মো. রিফাত, মো. বাকি ব্যাপারী, মো. রিয়াজ আলী, মো. ইসমাইল হোসেন, মো. শাহিন, মো. রাশেদ, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া, মো. জুয়েল, মো. শরীফ ও রিদয়। হাতিরঝিল থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রইচ উদ্দিন শেখ, মো. শামীম, মো. আনিছুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত