ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

খিলগাঁওয়ে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ একজন গ্রেপ্তার

খিলগাঁওয়ে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ একজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ আসাদুল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গত বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তর গোড়ান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। আসাদুল নেত্রকোনার কলমাকান্দা থানার নিলুকাচর গ্রামের মারফতের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২৯০ রাউন্ড ২২ এলআর গুলি, একটি খালি কার্টুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার পিস্তলটি যুক্তরাষ্ট্রে নির্মিত। তিনি বলেন, উদ্ধার অস্ত্র ও গুলি থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার আসাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত