ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অনন্য প্রতিভার কথা

সিলেটের কানাইঘাট উপজেলার নওয়ামাটি গ্রামের সন্তান মুফতি নাজমুল ইসলাম কাসিমী। সম্ভাবনাময় এ তরুণ আলেম লেখক ও গবেষক উচ্চতর হাদিস বিষয়ে পড়াশোনা করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দে। ইসলামি আইন ও শরিয়া বিষয়ে অধ্যয়ন করেছেন দেওবন্দের দারুল ইফতা আল-মাহমুদিয়ায়। পেশায় তিনি শিক্ষক। অবসরে গবেষণা ও লেখালেখি করেন। মূলধারার সাহিত্যাঙ্গনে ও জাতীয় দৈনিকে যারা স্বাক্ষর রাখছেন, তিনি তাদের অন্যতম। রচনার স্বাতন্ত্র্যবোধ, ভাবনার বিস্তৃতি ও বৈশ্বিক চিন্তার মহিমায় তিনি উদ্ভাসিত। তার বেশ কয়েকটি বই পাঠকমহলে বেশ সুনাম কুড়িয়েছে। সেগুলো নিয়ে লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
অনন্য প্রতিভার কথা

কাবার পথে ধন্য হতে : এটি বাইতুল্লাহ শরিফের ভ্রমণকাহিনি। এ ছাড়া এতে হজ-ওমরার দালিলিক মাসাইল এবং তাত্ত্বিক ও তত্ত্বনির্ভর ঐতিহাসিক স্থাপনাগুলোর পরিচিতি রয়েছে। লিখেছেন ভারতের মাওলানা নাদিম আল-ওয়াজিদী। অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। ২৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন হা-মীম কেফায়েত। ৩৫০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে দারুল উলুম লাইব্রেরি।

পাপ করব না আর : পাপ থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা নিয়ে মুফতি মুহাম্মদ শুয়াইবুল্লাহ খানের দরদি রচনা এটি। পাপ থেকে বেঁচে থাকার সব পন্থা এতে আলোচিত হয়েছে। উন্মাদ হয়ে গোনাহের সাগরে হাবুডুবু খাওয়া উম্মতের জন্য এটি উপকারি বই। অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। ১৮৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন আল-মামুন। ৩১২ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে নিয়ন পাবলিকেশন।

মিসকুল খিতাম : দুরুদপাঠ মোমিনের আত্মার খোরাক ও প্রিয় তাসবি। এ বইয়ে দুরুদ পড়ার গুরুত্ব, পদ্ধতি, ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধভাবে বর্ণিত ৪০টি দুরুদ অর্থসহ সংকলিত হয়েছে। বইটি লিখেছেন মুফতি সালমান মানসুরপুরী। অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন নওশিন আজাদ। ৪৫ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী।

জীবন গড়ার কিছু কথা : প্রতিমুহূর্ত আল্লাহর নির্দেশিত পথেই সব সমস্যার সমাধান খোঁজা দরকার। তা কীভাবে? সফল হওয়ার এবং জীবন গড়ার এমন কিছু টিপসে সাজানো ‘জীবন গড়ার কিছু কথা’। লিখেছেন নাজমুল ইসলাম কাসিমী। ১৩৬ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন আহমাদ বোরহান। ২৪০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী।

ইলুমিনাতি (দ্য সিক্রেট ওয়ার্ল্ড) : পুরো পৃথিবীর আধিপত্য চায় যারা; নাইন ইলেভেন, ফ্রেঞ্চণ্ডবিপ্লব, ওয়াটারলু যুদ্ধ, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন, কেনেডির গুপ্তহত্যা, হেনরি হ্যারিসন এবং জ্যাকরি টেইলর-হত্যা, নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিতকরণসহ, হলিউড এবং বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যাদের ব্যাপক আধিপত্য; যা কোনো রাখঢাক ছাড়াই প্রকাশ হতে থাকে সবার সামনে। তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে থাকে যারা। এদের ভয়ানক প্রশ্নের ভীতিকর ও উৎকণ্ঠা জাগানিয়া উত্তরে সাজানো এ বইটি। ১৭৮ পৃষ্ঠার বইটি লিখেছেন নাজমুল ইসলাম কাসিমী। ৩৪০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে দারুল ইলম।

স্মৃতির দর্পণে পাঁচ মনীষী : দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত পাঁচজন সহকর্মীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি। তারা হলেন- মুফতি সাঈদ আহমদ পালনপুরী, কারি মুহাম্মদ উসমান মানসুরপুরী, মাওলানা হাবিবুর রহমান আজমি, মাওলানা নুর আলম খলিল আমিনি এবং মাওলানা আবদুল খালেক সাম্ভলি (রহ.)। স্মৃতিচারণের পাশাপাশি তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনীও স্থান পেয়েছে বইটিতে। ১৪৪ পৃষ্ঠার বইটির অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। প্রচ্ছদ এঁকেছেন হা-মীম কেফায়েত। ২৫০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে দারুল উলুম লাইব্রেরি।

আজকের খতমে তারাবি : রমজানে প্রতিদিন তারাবির নামাজে হাফেজ সাহেবের তেলাওয়াতকৃত অংশটুকুর সারসংক্ষেপ আলোচনা করা হয়েছে এ বইয়ে। লিখেছেন মাওলানা নাদিম আল-ওয়াজিদি। ২৪৬ পৃষ্ঠার বইটি অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। প্রচ্ছদ এঁকেছেন হা-মীম কেফায়েত। ৩৮০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে দারুল উলুম লাইব্রেরি।

কুসংস্কার সংশোধন : সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেসব শিরক-বিদআত, কুসংস্কার এবং কুঅভ্যাস বাসা বেঁধেছে, তা চিহ্নিত করা হয়েছে এ বইয়ে। লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবি (রহ.)। ১৫৪ পৃষ্ঠার বইটি অনুবাদ করেছেন নাজমুল ইসলাম কাসিমী। প্রচ্ছদ এঁকেছেন ইবাদ বিন সিদ্দিক। ৩০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে মাহমুদিয়া লাইব্রেরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত