ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রকৃতি তার মহাদান

আবু তালহা তোফায়েল
প্রকৃতি তার মহাদান

প্রকৃতি আল্লাহর নিদর্শন অথবা সহজ ভাষায় বলতে পারি, প্রকৃতি আল্লাহর অপার নেয়ামত। এ পৃথিবীর যেখানে আমরা মানবজাতিসহ বিভিন্ন প্রাণী বাস করি, তা নিঃসন্দেহে খুবই চমকপ্রদ। আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে নানা ধরনের ফল-ফুল ও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। এগুলো একজন ঈমানদারের কাছে স্রফে আল্লাহর নিদর্শন মনে হয়। পবিত্র কোরআনে উল্লিখিত হয়েছে, ‘তিনি সেই সত্তা, যিনি ভূ-তলকে বিস্তৃত করেছেন এবং তাতে অটল পাহাড় ও নদ-নদী সৃষ্টি করেছেন। আর প্রত্যেক ফল জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি রাতের আবরণে দিনকে আবৃত করেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।’ প্রকৃতির ধর্ম বলা হয় ইসলামকে। কেননা, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব মানুষ হচ্ছে সামাজিক জীব। এই মানুষ জাতিকে নিয়েই পরিবেশ, প্রকৃতি ও সমাজের সৃষ্টি। আর পরিবার, সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর প্রকৃতি নিয়ে ইসলামের পরিবেশগত চিন্তা-ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘তাদের জন্য নিদর্শন একটি মৃতভূমি। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য। তারা তা ভক্ষণ করে। আমি তাতে উৎপন্ন করি খেজুর এবং প্রবাহিত করি ঝরনাধারা; যাতে তারা ফল খায়।’ (সুরা ইয়াসিন : ৩৩)।

প্রকৃতি আল্লাহর বিশেষ অনুগ্রহ : কবি বলেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি/খোদা তোমার মেহেরবানি। পৃথিবীতে মানুষ আসার বহু আগেই মেহেরবান আল্লাহ তাঁর অপার নেয়ামতে প্রকৃতি ও পরিবেশকে সাজিয়েছেন। পরিবেশ ও প্রকৃতির মৌলিক উপাদান হচ্ছে মাটি ও পানি। মূলত মাটি থেকে গাছপালা, তরুলতা, শাকসবজি ইত্যাদি উৎপন্ন হয়। উৎপাদিত শস্য পানি থেকে প্রাণ সঞ্চার করে। প্রকৃতি ও পরিবেশ আল্লাহর মেহেরবানির আরেকটি দিক হচ্ছে আলো। আল্লাহতায়ালা বলেন, ‘তারা কি অনুধাবন করে না, আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকিত। এতে মোমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’ (সুরা নামল : ৮৬)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত