ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে পাঁচ টিম

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে পাঁচ টিম

আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি পৃথক টিম। গতকাল ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে আজ। এ সব টিমে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম, সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে ২য় টিম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে ৩য় টিম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সহকারী পরিচালক ইন্দ্রানী রায়ের নেতৃত্বে ৪র্থ টিম এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে ৫ম টিম বাজার তদারকি করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত