ব্যাপক ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন নারীদের ক্ষমতায়নে দা বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পার্টনার হিসেবে কাজ করবে। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতাসম্পন্ন জনগনের অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতিতে বিকাশের জন্য তাদেরকে প্রয়োজনীয় ট্যুলস প্রদানই এই পার্টনারশীপের অন্যতম লক্ষ্য। বিবিডিএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তেজা রাফী খান এবং ইবিএল এর কম্যুনিকেশন্স ও এন্টার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম গত ৯ জানুয়ারি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল এর পক্ষ থেকে বিবিডিএনকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি চেক হস্তান্তর করা হয়। শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন জনগণের অন্তর্ভূক্তি এবং তাদের দক্ষতা উন্নয়নে বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটেছে এই উদ্যোগের মধ্য দিয়ে।