সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকো’র (তুরস্কের কচ গ্রুপের একটি ফ্লাগশিপ প্রতিষ্ঠান) সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশে তুরস্কের মহামান্য রাষ্ট্রদূত রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা এই ইভেন্টে যোগ দেন। অনুষ্ঠানে বেকো ও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কচ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ড. ফাতিহ কেমাল এবিচলিওলু; বেকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুরলু; বেকো’র তুর্কিয়ে ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) জান ডিনচার; বেকো’র প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) বারিস আলপারসলান; বেকো’র প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বাইজ; বেকো’র প্রধান ক্রয় ও সাপ্লাই চেইন কর্মকর্তা জেম কুরাল; বেকো’র দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক (অর্থ বিভাগ) সিবেল কেসলার; বেকো’র দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিপণন, ব্যবসায়িক রূপান্তর এবং বৃদ্ধি বিভাগের পরিচালক হানদান আবদুররাহমানোলু; এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ এদের মধ্যে অন্যতম।
নতুন এই কারখানাটি কেবল সিঙ্গার বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না বরং বাজারে এই প্রতিষ্ঠানের অবস্থানকেও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন কচ হোল্ডিং-এর কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ড. ফাতিহ কেমাল এবিচলিওলু। তিনি বলেন, “কোচ হোল্ডিংসে আমরা আমাদের মূল্যবোধ ও দীর্ঘমেয়াদী লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন রকম বাজারের পরিবর্তনশীল বাজারের চাহিদা পূরণে, প্রবৃদ্ধি অর্জনের জন্য উপযোগী সমাধান নিশ্চিত করতে এবং শিল্পখাত ও কমিউনিটি উভয়েরই উন্নতি হবে এমনভাবে আমাদের বিনিয়োগের কৌশল নির্ধারণ করা হয়। তরুণ ও উদ্যমী জনশক্তি এবং দ্রুত নগরায়নের কারণে দক্ষিণ এশিয়া আমাদের বৈশ্বিক প্রবৃদ্ধি কৌশলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। গত ১০ বছর ধরে বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও সম্ভাবনার ক্ষেত্রে উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশ সহ এই অঞ্চল জুড়ে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে বেকো। সিঙ্গার অধিগ্রহণের পর থেকে গ্রাহক-উপযোগী শিল্পখাত ও বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করতে বিশেষজ্ঞদের কাজে লাগাচ্ছে বেকো। বিশেষত, আঞ্চলিক ম্যানুফেকচারিং হাব হিসেবে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরার প্রতিশ্রুতি হিসেবে এই কারখানা স্থাপন করা হয়েছে। নতুন এই প্ল্যান্টটি সিঙ্গার বাংলাদেশের জন্য একটি টেকসই, স্মার্ট এবং সর্বোচ্চ মানের স্থানীয় উৎপাদন প্রক্রিয়ার সূচনা করবে বলে মন্তব্য করেন বেকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুরলু।
সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এইচ.এম. ফাইরোজ বলেন, “সিঙ্গার বাংলাদেশে, আমরা আমাদের কার্যক্রমের মূলে গ্রাহক-কেন্দ্রিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চলমান রূপান্তরের লক্ষ্য হল বাংলাদেশের বাজারে সমসাময়িক এবং বিশ্বব্যাপী সমাদৃত গুণমান নিয়ে আসার মাধ্যমে আমাদের মূল্যবান গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করা। সিঙ্গার বাংলাদেশকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা টেকসই খাতের বিকাশ এবং বাংলাদেশি গ্রাহকদের জীবন উন্নত করতে বৈশ্বিক দক্ষতা কাজে লাগাচ্ছি।”