ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নিহত বিদ্যুৎ কর্মীকে আর্থিক সহায়তা ডিপিডিসি’র

নিহত বিদ্যুৎ কর্মীকে আর্থিক সহায়তা ডিপিডিসি’র

দুর্ঘটনায় নিহত বিদ্যুৎ কর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গতকাল সোমবার নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। চেক হস্তান্তরকালে উপদেষ্টা মহোদয় ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজখবর নেন। ঠিকাদারি প্রতিষ্ঠান JV of CNTIC and SPTTC, ঈযরহধ-এর লাইনম্যান মো: জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। মৃত জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে দুই লাখ পঞ্চাশ টাকার দুইটি পৃথক পে-অর্ডারে মোট পাঁচ লাখ টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত