ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদী ইপিজেড

পরচুলা কারখানা করবে চীনা কোম্পানি

পরচুলা কারখানা করবে চীনা কোম্পানি

ঈশ্বরদী ইপিজেডে পরচুলা কারখানা স্থাপন করতে যাচ্ছে মেসার্স বাংলাদেশ হাইজিনটান হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটড নামের একটি চীনা প্রতিষ্ঠান। সেখানে তারা ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। সম্প্রতি এ বিষয়ে রাজ্বধানীর গ্রিন রোডে বেপজা কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজ্বর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপিস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়াগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ্ব হোসন ও কোম্পানির চেয়ারম্যান গাও টায়ানজু নিজ্ব নিজ্ব প্রতিষ্ঠানর পক্ষে চুক্তিতে সই করন। চীনা কোম্পানিটি বার্ষিক ৬৯ লাখ ৮০ হাজার পরচুলা ও চুল সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে যার ফলে এক হাজার ৪৭৪ জ্বন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়াগের স্থান হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেয়ায় বাংলাদেশ হাইজিনটান হেয়ার প্রোডাক্টস কোম্পানিকে ধন্যবাদ জানান এবং বিনিয়াগকারীদের জ্বন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে অঙ্গীকার ব্যক্ত করন।

তিনি বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের জ্বন্য বাংলাদেশ হাইজিনটান হয়ার প্রোডাক্টসসহ অন্যান্য চীনা বিনিয়াগকারীদের আহ্বান জানান। অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়াগ উনয়ন) মো. তানভীর হাসন, নির্বাহী পরিচালক (এটারপ্রাইজ্ব সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত