পাকিস্তানকে দেয়া দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বাড়াল চীন।
গতকাল শনিবার পাক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। চলতি মাসের ২৪ তারিখ এই ঋণ পরিশোধের কথা ছিল। তবে পাকিস্তানের নাজুক অর্থনীতি এ ঋণ দিতে অক্ষম বললেই চলে। তাই এ বর্ধিত মেয়াদ দেশটির জন্য আশির্বাদ।
এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ঋণ পরিশোধের এই বর্ধিত সময়সীমার কারণে পাকিস্তানের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে।