ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংক ও ইস্পাহানি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংক ও ইস্পাহানি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা দেয়ার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ইস্পাহানি গ্রুপ ব্র্যাক ব্যাংকের সুবিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত, কাস্টমাইজড কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেবাগুলোর সুবিধা পাবে, যা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করবে। ইস্পাহানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা শাকির ইস্পাহানি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাকিং তারেক রেফাত উল্লাহ খান চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ইস্পাহানি গ্রুপের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ইস্পাহানি গ্রুপের পক্ষে পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং পরিচালক আলী ইস্পাহানি, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আনিসুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপ উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ব্র্যাক ব্যাংকের আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত