ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিনিয়োগকারীদের সঙ্গে আইসিবির মতবিনিময় সভা

বিনিয়োগকারীদের সঙ্গে আইসিবির মতবিনিময় সভা

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বরিশাল শাখার বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আইসিবির সহকারী মহাব্যবস্থাপক ও বরিশাল শাখার প্রধান মো. শামীম উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইসিবির মহাব্যবস্থাপক আল-আমীন তালুকদার, মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক মো. শামীম আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক কফিল উদ্দিন পাটোয়ারী। সভায় বেশ কয়েকজন বিনিয়োগকারী পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনা, অব্যবস্থাপনা রোধ করাসহ পুঁজিবাজার উন্নয়নে নানা প্রস্তাব উপস্থাপন করেন। পুঁজিবাজার উন্নয়নে আইসিবি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও আইসবির ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে বিনিয়োগকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত