এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় কোরবানির ৩ লাখ ২৬ হাজার ৭৯৪ পিস গরু, মহিষ ও ছাগলের চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এসব চামড়া বিভিন্ন জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে রাখা হয়েছে। খুলনা বিভাগ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংরক্ষিত চামড়ার মধ্যে গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২ পিস এবং ছাগলের চামড়া ২ লাখ ৭ হাজার ৬৮২ পিস। আর জেলাগুলোর মধ্যে খুলনায় সংগৃহীত চামড়ার সংখ্যা ২২ হাজার ৭৪২ পিস, যশোরে ৭৫ হাজার ১৮৫ পিস, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২ পিস, বাগেরহাটে ১৩ হাজার ৫৭ পিস, নড়াইলে ৩০ হাজার ৭১৫ পিস, মাগুড়ায় ৭ হাজার ১৫২ পিস, মেহেরপুরে ১৮ হাজার ৭৫ পিস, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬ পিস, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭ পিস ও সাতক্ষীরায় ২৩ হাজার ৩১৩ পিস। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে সরকারের সরবরাহ করা লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে।