শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনয়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত একমাত্র গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি মাননীয় উপদেষ্টা, শিল্পমন্ত্রণলয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খানের নিকট হতে প্রগতির পক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মো. আনোয়ারুল আলম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবুল কালাম আজাদ, এসিএস অ্যাওয়ার্ড এবং সনদ গ্রহণ করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিত্বে একটি বিশেষ টিম প্রগতি ইন্ডাষ্ট্রিজের চট্টগ্রামের বাড়বকুন্ডে অবস্থিত কারখানা সরজমিনে পরিদর্শনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড-এর জন্য মনোনিত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি