ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

এনসিসি ব্যাংক কারওয়ানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম। এ সময়, এসইভিপি ও কারওয়ানবাজার শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ এমএম এমরানুল হক, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ, ইভিপি ও উত্তরা শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ কার্তিক সেন, ইভিপি ও বনানী শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. আমজাদ হোসেন, ইভিপি ও এনসিসি ইসলামিক ব্যাংকিং গুলশান শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. মাসুদুর রহমান, এসভিপি ও পান্থপথ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মুহাম্মদ শাহিদুল ইসলাম, এসভিপি ও মিরপুর শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. মাহফুজুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ও অর্থব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এরইমধ্যে আমরা ঢাকার গুলশানে এবং চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের সব শাখা এবং উপ-শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে। তিনি আরও বলেন, আমরা আমাদের শরী‘আাহ্ সুপারভাইজরি কমিটির দিক নির্দেশনায় সম্পূর্ণ শরী‘আহ্ বিধি অনুসরণে ইসলামী ব্যংকিং কার্যক্রম পরিচালনা করছি যা গ্রাহকদের আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণে সক্ষম হবে। তিনি ব্যবসায়ী এবং পেশাজীবীদের এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংসেবা গ্রহণের আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত