‘স্বাস্থ্যসেবায় বিশ্বাসের পথচলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হামদর্দের পণ্যসামগ্রীর অনলাইন লঞ্চিং উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খ শাহ ওয়ালী উল্লাহ, খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। তিনি হামদর্দের এই উদ্যোগের সফলতা, দেশব্যাপী মানুষের কল্যাণ এবং বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আল্লাহর রহমত কামনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি