ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টোকিও সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল বেপজা

টোকিও সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল বেপজা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল জাপানের রাজধানী টোকিওতে একটি উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনারের আয়োজন করে, যেখানে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণের আহ্বান জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্প্রতি জাপান সফরের ধারাবাহিকতায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়, যেখানে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড, ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং (বিডি) কোম্পানি লিমিটেড, ওয়াইকেকে গ্রুপ এবং জাপানে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) যৌথ সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাপানের খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ও শিল্পগ্রুপগুলোর প্রায় ১২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সূত্র : আলোকিত বাংলাদেশ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত