গত ২৪ জুন মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও অগ্রগণ্য বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান, প্রফেসর, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ উক্ত কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুর রহিম ও মো. মেশকাত-উল-আনোয়ার খান । সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি