জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, চলতি বছরের জুলাই মাস থেকে আগামী অর্থবছরের ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আগেভাগে শুরু করা এই পদক্ষেপের লক্ষ্য সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত করা এবং কর সম্মতি প্রক্রিয়া সহজ করা। এনবিআর চেয়ারম্যান বলেন ‘মোট ১৭ লাখ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ লাখ।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।