ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৪তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখভিত্তিক পরিদর্শন প্রতিবেদন ও এর আলোকে প্রস্তুতকৃত পরিপালন প্রতিবেদনের ওপর বিশদ আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬ এর পরিচালক মো. আলাউদ্দিন হোসেন, অতিরিক্ত পরিচালক মো. মামুনুর রশিদ ও বেলাল হোসেন, যুগ্ম-পরিচালক মো. শাহাদাত হোসেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএসসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি