ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালুর চুক্তি স্বাক্ষর

‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালুর চুক্তি স্বাক্ষর

ডিজিটাল পেমেন্ট খাতে বৈশ্বিক অগ্রণী প্রতিষ্ঠান ভিসার সঙ্গে ‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালুর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এই অংশীদারত্ব ব্যাংকের পেমেন্ট সল্যুশনকে আরও সমৃদ্ধ করবে এবং বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’-এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ এবং অন্যান্য অনুমোদিত খাতে অর্থ প্রেরণ আরও সহজ ও দ্রুত হবে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রক্রিয়াজনিত সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। ভিসার বৈদেশিক মুদ্রা লেনদেনে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডল্যান্ড ব্যাংক গ্রাহক সেবা সম্প্রসারণের পাশাপাশি আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। ২০২৫ সালের ২৫ জুন অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ-জামান এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত