ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দুই দিন পর ফের সচল চট্টগ্রাম বন্দর

দুই দিন পর ফের সচল চট্টগ্রাম বন্দর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ফের শুরু হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহারের মাধ্যমে এ অচলাবস্থা নিরসন হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, কাস্টমস কর্মকর্তারা কাজে ফিরেছেন, ফলে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এর ফলে আমদানি-রপ্তানির গতি ফের চাঙা হয়েছে। এর আগে গত শনিবার ও রোববার কাস্টমস কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এর ফলে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ ও কনটেইনার ডেলিভারিসহ যাবতীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

বন্দর সূত্রে জানা যায়, গত রোববার সকাল পর্যন্ত বন্দরে জমে থাকা কনটেইনারের পরিমাণ ছিল ৪০,৭২২ টিইইউস, অথচ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মাত্র ১৩৯ টিইইউস ডেলিভারি দেওয়া হয়েছিল। এতে অন্তত তিনটি রপ্তানিমুখী জাহাজ নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যেতে পারেনি।

রোববার সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যায়। কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম কাস্টম হাউস এবং বন্দরের বিভিন্ন গেট ও অফডকে দায়িত্ব পালন শুরু করেন। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, ‘রোববার সন্ধ্যার পর থেকে রপ্তানি চালানের শুল্কায়ন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং আজ থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’ বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘২১টি বেসরকারি ডিপোর মধ্যে ১৯টিতে বর্তমানে ১৪,৩৭১ টিইইউস রপ্তানিযোগ্য কনটেইনার রয়েছে। গতকাল সোমবার পাঁচটি কনটেইনার জাহাজ বন্দর ত্যাগ করেছে।’

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘কাস্টমস শাটডাউনের কারণে গেইট পর্যায়ের যাচাই, ডেলিভারি ও আনস্টাফিং কার্যক্রম ব্যাহত হয়েছিল, তবে এখন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত