এবার মাদারীপুরে চালু হল সনি-স্মার্ট’র ৩০তম শোরুম। ফলে মাদারীপুর সদর এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। গত রোববার মিলন হল রোড, ভূঁইয়া বাড়ির মোড়, মাদারীপুর সদর ঠিকানার স্থাপিত সনি-স্মার্টের শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. জুয়েল, বিশিষ্ট ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি