ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গত ১৫ বছরে শেয়ারবাজারে অনিয়মের পরিমাণ ছিল ভয়াবহ

বললেন ডিএসইর চেয়ারম্যান
গত ১৫ বছরে শেয়ারবাজারে অনিয়মের পরিমাণ ছিল ভয়াবহ

শেয়ারবাজারকে পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার আখ্যা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, ‘গত ১৫ বছরে শেয়ারবাজারে অনেক অনিয়ম হয়েছে। এখন সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে। তবে সময় লাগছে। কারণ অনিয়মের পরিমান ছিল ভয়াবহ।’ গতকাল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর উপস্থিত ছিলেন। ডিএসই চেয়ারম্যান বলেন, ‘দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে সমালোচনা আছে। যা সমাধানে আশার কথা জানিয়েছেন তিনি। আগামীতে ৬ মাসের কম সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানিয়েছেন। ডিএসই চেয়ারম্যান বলেন, বিএসইসি লিস্টিংয়ের কাজ স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আইপিও প্রক্রিয়া দীর্ঘায়িত করার সমস?্যার সমাধান করা হবে।’ তিনি বলেন, ‘গত ১ বছরে কোনো আইপিও আসেনি। এই আইপিও আনা বিএসইসির কাজ না। এ দায়িত্ব মার্চেন্ট ব?্যাংকারদের। ৬৬টি মার্চেন্ট ব?্যাংক গত ১৫ বছরে ১৩৮ কোম্পানি শেয়ারবাজারে এনেছে।’ এক্ষেত্রে তাদের পারফরমেন্স কোথায়? এ প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘গত কয়েক বছরে আইপিওতে আসা কিছ কোম্পানির গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। তবে সব কোম্পানির দর বাড়বে, এটা ভাবাও ঠিক না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত