প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৬ জানুয়ারি, ২০২৬
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের যৌথ উদ্যোগে গত রোববার ‘Risk Based Internal Audit (RBIA) and Team Building & Brain Storming’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ জুবায়ের আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা (RBIA) কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, RBIA এমন ঝুঁকিগুলো শনাক্ত, মূল্যায়ন ও অগ্রাধিকারভিত্তিতে নির্বাচন করে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ অর্জনে প্রভাব ফেলতে পারে। তিনি আরও উল্লেখ করেন, RBIA পদ্ধতি Enterprise Risk Management (ERM) কাঠামোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এবং ERM কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে ব্যবস্থাপনা পর্যায়ে যুক্তিসংগত নিশ্চয়তা প্রদান করে। তিনি বলেন, একটি কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ব্যবস্থা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।