
উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম গত সোমবার সর্বাধুনিক NFC প্রযুক্তিসম্পন্ন ‘উত্তরা ব্যাংক TakaPay Debit Card’-এর উদ্বোধন করেন। এই কার্ডের মাধ্যমে দেশের মধ্যে সব এটিএম এ ক্যাশ উত্তোলন ও পওস মেশিনে কেনাকাটা করা যাবে। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি