ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

২০২৫ সালে পূবালী ব্যাংকের গৌরবময় অর্জন

২০২৫ সালে পূবালী ব্যাংকের গৌরবময় অর্জন

২০২৫ সালে রেকর্ড ভাঙা আর্থিক সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে পূবালী ব্যাংক পিএলসি। টেকসই প্রবৃদ্ধি, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের ধারাবাহিকতায় ব্যাংকটি ২০২৫ সালে ৩,০০০ কোটিরও বেশি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছে- যা পূবালী ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্যাংকের অপারেটিং প্রফিটে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রমাণ কওে টেকসই প্রবৃদ্ধির পথে পূবালী ব্যাংক পিএলসি সুসংহত ও দায়িত্বশীলভাবে এগিয়ে চলেছে। গ্রাহকের আস্থাই যে ব্যাংকের সবচেয়ে বড় শক্তি- তা আরও একবার প্রতিফলিত হয়েছে ২০২৫ সালের সাফল্যে। এ বছর ব্যাংকের মোট ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ৮৯,৫৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি দেশের ব্যবসা ও শিল্প খাতকে সহায়তায় ব্যাংকের অগ্রীম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭১,১৪০ কোটি টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত