
২০২৫ সালে রেকর্ড ভাঙা আর্থিক সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে পূবালী ব্যাংক পিএলসি। টেকসই প্রবৃদ্ধি, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের ধারাবাহিকতায় ব্যাংকটি ২০২৫ সালে ৩,০০০ কোটিরও বেশি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছে- যা পূবালী ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্যাংকের অপারেটিং প্রফিটে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রমাণ কওে টেকসই প্রবৃদ্ধির পথে পূবালী ব্যাংক পিএলসি সুসংহত ও দায়িত্বশীলভাবে এগিয়ে চলেছে। গ্রাহকের আস্থাই যে ব্যাংকের সবচেয়ে বড় শক্তি- তা আরও একবার প্রতিফলিত হয়েছে ২০২৫ সালের সাফল্যে। এ বছর ব্যাংকের মোট ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ৮৯,৫৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি দেশের ব্যবসা ও শিল্প খাতকে সহায়তায় ব্যাংকের অগ্রীম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭১,১৪০ কোটি টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি