দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। টুর্নামেন্টের হিসেবে ম্যাচটার গুরুত্ব ছিলো না। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ ম্যাচে ভালো খেলে কিছুটা আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্য ছিলো দুই দলেরই। চাপমুক্ত থাকায় নির্ভার ক্রিকেটের প্রত্যাশাও হয়তো ছিল সমর্থকদের।
অসময়ের বেরসিক বৃষ্টি তা হতে দিলো না। স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) আর কোন আশা না দেখে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় পুরো মাঠে জমে ছিল পানি, ঝরছিল বৃষ্টি। হতাশার আসরে পাকিস্তান ও বাংলাদেশ পেল একটি করে পয়েন্ট। এর আগে প্রতিকূল আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচও। এই ম্যাচের জয়ীদের সম্ভাবনা ছিল ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করার। তাতে নিশ্চিত হত বড় অঙ্কের প্রাইজমানি। ম্যাচটা বৃষ্টিতে প- হলেও বাংলাদেশের ষষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। অঙ্ক মিলে গেলে এখনও নাজমুল হোসেন শান্তর দল ষষ্ঠ হয়ে শেষ করতে পারে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘এ’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ আর পাকিস্তানের পয়েন্ট সমান ১, তবে নেট রান রেটে পাকিস্তানের ওপরে আছে বাংলাদেশ। শান্তদের রান রেট -০.৪৩৩ আর পাকিস্তানের -১.০৮৭।
গ্রুপ ‘বি’তে চার নম্বরে আছে ইংল্যান্ড। তারা হেরেছে টানা দুই ম্যাচ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলে ০ পয়েন্ট নিয়ে অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করবে ইংল্যান্ড। সেক্ষেত্রে বাংলাদেশ হয়ে যাবে ষষ্ঠ দল! আর পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। অর্থাৎ ষষ্ঠ হলে বাড়তি ২ লাখ ১০ হাজার ডলার বেশি পেতে পারেন শান্তরা, বাংলাদেশি মুদ্রায় এর দাম ২ কোটি টাকার বেশি। বৃষ্টিতে পাওয়া এই ১টা পয়েন্টে এখন বাড়তি ২ কোটি টাকার বেশি পেতে পারে বাংলাদেশ। শান্তরা তাই প্রার্থনা করতে পারেন, শেষ ম্যাচে ইংল্যান্ডের হারের! প্রতিটি দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা।
সপ্তম ও অষ্টম হওয়া দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার, বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা। নাজমুল হোসেন শান্তরা এরই মধ্যে নিশ্চিত করেছেন ৩ কোটির বেশি টাকা।