ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ডাগআউটে মেসি, ১০ জন নিয়ে জিতল মায়ামি

ডাগআউটে মেসি, ১০ জন নিয়ে জিতল মায়ামি

দুই ম্যাচ পর স্কোয়াডে দেখা গেল লিওনেল মেসির নাম। শুরুর একাদশে না থাকলেও তাকে দেখা গেল ডাগআউটে। মানে যে কোনো সময়ই নামানো হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সময়টা এলোই না। আরও একটি ম্যাচ বাইরে থাকলেন আর্জেন্টাইন তারকা। তবে তাকে ছাড়া আরও একটি ম্যাচে ঠিক জয় পেল তার দল। দলের আর্জেন্টাইন গোলকিপারের লাল কার্ডের ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গারের গোলে জিতল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে শার্লট এফসিকে ১-০ গোলে হারায় ইন্টার মায়ামি। মায়ামির মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার চোটের কারণে মাঠের বাইরে বেশ কিছু দিন ধরেই। তার বদলে খেলছিলেন অস্কার উস্তারি। কিন্তু ৩৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত