ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

৯ গোলের থ্রিলারে হেরে বিদায় বাংলাদেশের

৯ গোলের থ্রিলারে হেরে বিদায় বাংলাদেশের

এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে সবসময় ফেভারিট ছিল লাল সবুজরাই। আগের চারবার তো বাছাই পর্বে চ্যাম্পিয়নও হয়েছে। এবার অন্যতম ফেভারিট হলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন পুষ্কর ক্ষিসা মিমোরা। গতকাল শুক্রবার জাকার্তায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নয় গোলের ম্যাচে ওমানের কাছে হেরে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। হারের ব্যবধান ৫-৪ গোলে। এই বাছাই পর্ব থেকে দুই ফাইনালিস্ট ভারতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাবে। ওমান ও চাইনিজ তাইপে টুর্নামেন্টের ফাইনালে খেলায় এশিয়ান কাপে যাচ্ছে তারাই।

বাংলাদেশ রোববার নিয়মরক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তানের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই ফেভারিটের মতো খেলেছে ওমান। মাত্র আট মিনিটে ওমান এগিয়ে যায়। ডান দিক থেকে আল নওফালি আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন (১-০)। মিনিট পাঁচেক পর সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে করা গোলে বাংলাদেশ সমতায় ফিরে (১-১)। ২৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম দলকে এগিয়ে নেন (২-১)। মিনিট তিনেক পর আল ফাজারি পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে ম্যাচে ফিরিয়ে আনেন (২-২)। ৩০ মিনিটে ওমান আবারও লিড নেয়। আল লাওয়াতি গোল করেন (৩-২)। পরের মিনিটে আল নওফালি গোল করে স্কোর লাইন ৪-২ করেন। ৩৮ মিনিটে বাংলাদেশ ওবায়দুল জয়ের গোলে স্কোর ৪-৩ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত