ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইন্দোনেশিয়ায় হকি দলের ভরাডুবি

মোহামেডানের সংবাদ সম্মেলন আজ

মোহামেডানের সংবাদ সম্মেলন আজ

প্রথমবারের মতো এশিয়া কাপ হকি খেলা হচ্ছে না বাংলাদেশের। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে হকি অঙ্গনে। লাল সবুজের হকি দলের এই ব্যর্থতার জন্য আজ সংবাদ সম্মেলন ডেকেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান ও ক্লাবের পরিচালক মঞ্জুরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহামেডান উল্লেখ করেছে, ‘এএইচএফ কাপে ভরাডুবি এবং বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে না পারার দায় বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির। জাতীয় দলের চরম এই ব্যর্থতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড হকির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’

এএইচএফ কাপে বাংলাদেশ গত চার আসরেই চ্যাম্পিয়ন। এবার ফাইনালে উঠতে না পারায় প্রথমবারের মতো এশিয়া কাপ হকি খেলা হচ্ছে না। সেমিফাইনালে ওমানের কাছে হেরে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন পুষ্কর ক্ষিসা মিমোরা। বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো হকি খেলতে পারেনি। কাজাখস্তানের মতো দুর্বল দলকে আজ মাত্র ৩-০ গোলে হারিয়েছে। এই দলকে গ্রুপের প্রথম ম্যাচে ৫-১ গোল দিয়েছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে জিততে গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশকে। জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় মামুনুর রশীদ ৯ বছর পর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পান। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারছে না। কেন বাংলাদেশ ব্যর্থ হলো- এই বিষয়টি ক্রীড়াঙ্গন জানতে চায়। ওমান ম্যাচের পর থেকে এখন পর্যন্ত মামুন গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আগামীকাল ইন্দোনেশিয়া সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবে হকি দল।

বাজে পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশ দলের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এক সূত্রের খবর, ওমান ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় খেলোয়াড়রা সেদিন বাইরে ঘুরতে বেড়িয়েছিলেন। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ম্যানেজার বায়েজিদ হায়দার এই বিষয়ে বলেন, ‘এ রকম কোনো কিছু ঘটেনি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত