ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আফঈদাদের চোখ ব্রাজিল বিশ্বকাপে

আফঈদাদের চোখ ব্রাজিল বিশ্বকাপে

এএফসি এশিয়ান কাপে খেলা তো দুরে থাক, আগে কখনও বাছাইপর্ব উৎরাতে পারে নাই বাংলাদেশ। এবার সে আক্ষেপ ঘুচে গেছে। শুধু আক্ষেপ ঘুচানোই নয়, ইতিহাস গড়ে প্রথমবার মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের দল। এই অর্জনের পথে আফঈদাদের হারাতে হয়েছে শক্তিশালী বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে। যারা ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। রীতিমত চমক দেখিয়েছেন বাংলাদেশের বাঘিনীরা। বাছাইয়ের ‘সি’ গ্রুপে এখন নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচটি আনুষ্ঠানিকতা রক্ষার হলেও তুর্কমেনিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকারের চোখ ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপে। গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে, স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান হলেও দলের সবাই সেরাটা দিতে তৈরি বললেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সব খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠ কাজ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি এবং যেহেতু উদযাপন করিনি, ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।’

ইতিহাস গড়ে বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতেনি বটে, তবে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া। শুক্রবার অনুশীলনের ফাঁকে এই ডিফেন্ডার বললেন, বাছাইয়ের শেষটা তারা করতে চান শতভাগ জয় দিয়ে। ‘(মূল পর্বের জায়গা পাওয়ার) এই আনন্দ আসলে বলে বোঝানোর মত নয়। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। গর্ববোধ করছি। দেশের মানুষ আমাদের অনেক সমর্থন দিয়েছে। দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ, এ ম্যাচের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এশিয়ান কাপের মূল পর্ব আগামী মার্চে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেরা ছয় দলের মধ্যে থাকলে মিলবে ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ। কাজটা সহজ নয় মোটেও। তবে আফঈদা দেখছেন বড় স্বপ্ন- বাংলাদেশকে দেখতে চান ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে। ‘সমর্থকদের বলব, সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সাপোর্ট করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করব সুযোগ কাজে লাগাতে।’

এবারের এশিয়া কাপ বাছাই যেন তাকে দুহাত উজাড় করে দিচ্ছে ঋতুপর্ণা চাকমাকে। বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে একটি দুর্দান্ত গোল করেছেন তিনি। স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছেন দুটি গোল। প্রথমটি সেট পিস থেকে। পরের গোলটি বা প্রান্ত দিয়ে বা পায়ের রংধনু শটে জালে ঢুকিয়েছেন। যে কাজটি তিনি নিয়মিতই করে থাকেন ইদানিং। সব মিলিয়ে এশিয়া কাপে এরই মধ্যে ৩ গোল নিজের নামের পাশে লিখে ফেলেছেন রাঙামাটির ফুটবলার। মিয়ানমারের মতো বড় দলকে হারিয়ে একটা লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপের বড় বাধা পেরিয়েও এতটুকু নির্ভার নন ঋতুপর্ণা। বরং নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল। তিনি সংবাদ সম্মেলনে এসে সেটাই বললেন, ‘আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ জয় পাওয়া। এখানে দুইটা ম্যাচই জিতেছি। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। ওই ম্যাচ যদি জিততে পারি অবশ্যই সেলিব্রেট করব। পরের ম্যাচটির জন্য আমরা এখন প্রস্তুত হচ্ছি।’

টানা দুই জয়ে এশিয়ান কাপের মুল পর্বের টিকিট নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচ না খেলার আগে কোচ পা মাটিতেই রাখছেন কোট পিটার বাটলার। তিনি বলেছেন, ‘মিয়ানমারের টেকনিক্যালি ভালো ফুটবলার আছে, কিন্তু আমি মনে করি, আমাদের দমাতে গিয়ে তাদের সংগ্রাম করতে হয়েছে। তারা হতাশ হয়ে পড়েছিল। তবে এই জয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনয়ী থাকা। শুধু এটা বলব আমাদের এখনও মাটিতে পা রাখতে হবে। এখনও আমাদের কাজ অর্ধেক শেষ হয়েছে। বাকিটা শেষ করতে হবে। পরের ম্যাচের প্রতিপক্ষকে আমাদের সমীহ করতে হবে। বাহরাইন ও মিয়ানমার ম্যাচের প্রস্তুতি যেভাবে নিয়েছি, তাদের বিপক্ষেও একইভাবে প্রস্তুতি নিতে হবে। এখনও আমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে। অনেক কাজ বাকি আছে। সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে।’

মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার দুটি গোলই ছিল নজরকাড়া। এই পাহাড়ি কন্যাকে প্রসংশায় ভাসিয়েছেন বাটলার। হাসতে হাসতে তিনি বলেন, ‘এই কোমলমতি চঞ্চলা মেয়েটি অসাধারণ খেলেছে। এই মেয়ের অনেক দূরে যাওয়ার সামর্থ্য আছে।’ ঋতুপর্ণার প্রশংসা করে বললেন, ‘ঋতুপর্ণা বর্তমানে ভুটান লিগে খেলছে। আরব দেশে বা মধ্যপ্রাচ্যে ডাক পেয়েছে। সেখানেও খেলতে পারে। চঞ্চলা কোমলমতি মেয়ে সে। বয়সে এখনও তরুণ। আমি মনে করি অনেক দূর এগিয়ে যাবে। এবং সে এটা ডিজার্ভ করে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত