ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শান্ত কেন টি-টোয়েন্টিতে, প্রধান নির্বাচকের ব্যাখ্যা

শান্ত কেন টি-টোয়েন্টিতে, প্রধান নির্বাচকের ব্যাখ্যা

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে দু’টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দুই সফরের জন্যই গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণে পারফরম্যান্স ভীষণ বিবর্ণ হলেও নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে দলে। সেটার কারণ হিসেবে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রোববার আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুন অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস দায়িত্ব পেয়েছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হয়েছেন সহ-অধিনায়ক। তাকে অবশ্য আগামী সিরিজ দুটির জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টির পরিসংখ্যান সুবিধার না হলেও সাবেক অধিনায়ক শান্ত আছেন দলে। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪৯ টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। ২২.৮৫ গড় ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে তার রান ৯৬০। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের ভূমিকা চালিয়ে গেলেও সমালোচনার মুখে তিনি নিজেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত