ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিসিবির কাছে জবাব চাইলেন রুমানা

বিসিবির কাছে জবাব চাইলেন রুমানা

বছর দুই আগে ‘নো মোর ক্রিকেট’ পোস্ট নিয়ে আলোচনায় এসেছিলেন রুমানা আহমেদ। তখন জাতীয় দলের কোনো সিরিজেই ছিলেন না সাবেক এই অধিনায়ক। এরপর মাঝে কিছু সুযোগ পেলেও আবারও অনেক দিন থেকেই বাইরে এই তারকা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জবাবদিহি চাইলেন তিনি। বেশ গুরুতর অভিযোগ তুলে তার প্রতি করা অন্যায়-অবিচারের বিচার চাইলেন রুমানা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লিখেছেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয়।’

‘আমার রেকর্ডই প্রমাণ করে যে আমি কখনওই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনওই কোনো অনৈতিক কাজে জড়াইনি। সিনিয়রিটি কখনওই অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই, তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে,’ যোগ করেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুমানা সবশেষ গত বছরের জুলাইয়ে নারী এশিয়া কাপে খেলেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত