ঢাকা রোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্নে বিভোর জিদান

ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্নে বিভোর জিদান

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন জিনেদিন জিদান। দেশটির ফুটবল মহলে এমন গুঞ্জন অনেকদিন ধরেই। এবার নিজেই সেই ইঙ্গিত দিলেন কিংবদন্তি এই মিডফিল্ডার। জানালেন, ফ্রান্স দলের কোচ হওয়া তার ‘স্বপ্ন’ এবং এই দায়িত্ব নেওয়ার জন্য ‘অপেক্ষা করে আছেন’ তিনি। গত সোমবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ৫২ বছর বয়সি জিদান। এই অনুষ্ঠান আয়োজন করেছিল তার দীর্ঘদিনের স্পন্সর অ্যাডিডাস। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। ফ্রান্সের কোচ হওয়া প্রসঙ্গে জিদান বলেন, ‘ফ্রান্স জাতীয় দলের জন্য নিজেকে যোগ্য মনে করি। আমি সেখানে খেলেছি, ১২–১৪ বছর তো ছিলামই। অবশ্যই এটা আমার স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না।’ ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে দুই গোল করে শিরোপা জয়ী নায়ক হয়ে উঠেছিলেন জিদান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত