ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ক্যাবরেরার বিষয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে’

‘ক্যাবরেরার বিষয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে’

জুলাই বিপ্লবের পর ক্রীড়াঙ্গনেও ব্যাপক রদবদল হয়েছে। শুটিং, মহিলা ক্রীড়া সংস্থা ছাড়া প্রায় সকল ফেডারেশন-অ্যাসোসিয়েশনে গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। ক্রীড়াঙ্গনে কাঠামো-নীতিগত সংস্কার এখনও হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে আগামী এক মাসের মধ্যে ক্রীড়াঙ্গন সংস্কার প্রতিবেদন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে এই অ্যাসোসিয়েশনকে কান্ট্রি গেমস, আরচ্যারি ফেডারেশন ও কারাতে ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে অতি সম্প্রতি। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে এটাই মূলত দৃশ্যমান কাঠামোগত সংস্কার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাঠামোগত সংস্কার নিয়ে বলেন, ‘আমাদের সার্চ কমিটি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে। এখন আমরা একটু ভিন্ন ফরম্যাট ও কাঠামোগত সংস্কারের জন্য একটি কমিটি গঠন করব। কমিটি এই সপ্তাহের মধ্যে হবে। এরপর প্রতিবেদন দেবে এক মাসের মধ্যে।’ গত বছরের ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে দুই মাসের মধ্যে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র পর্যালোচনা ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদন পেশের বিষয়টি কার্যপরিধিতে ছিল। পরবর্তীতে অবশ্য সার্চ কমিটির ওপর ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটির দায়িত্ব বর্তায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত