স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনও শেষ হয়নি। গল টেস্টে কেউ না জিতলেও প্রায় পাঁচ দিনই দাপট দেখিয়েছে টাইগাররা। সময় থাকলে জয়ের স্বাদও পেতে পারত সফরকারীরা। ইতিবাচক দিক হলো একটা ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তরা। অধিনায়ক হিসেবে টানা দুই ইনিংসে ব্যক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। রানে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাসরাও। তাই আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল বুধবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। সপ্তাহ খানেক পর স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। দল ঘোষণার মধ্যে দিয়ে সে প্রস্তুতিও শুরু করে দিল তারা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তানভির ইসলাম। ফিরেছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও মোহাম্মদ নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাঈম। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন বাঁ-হাতি ওপেনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাসও ওয়ানডেতে জায়গা ফিরে পেলেন। নাঈম, লিটন ছাড়াও স্কোয়াডে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে ছাড়াও প্রথম সিরিজ এটি। চোট থেকে সেরে উঠলেও সৌম্য সরকারকে দলে ফেরাতে আরও কিছুটা সময় নিতে চান নির্বাচকরা। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। দলে ফেরা নাঈম এখনও পর্যন্ত ৮ ওয়ানডে খেলে রান করেছেন ১৩.৫৭ গড়ে ৯৫। স্ট্রাইক রেট ৬০.৫০। সর্বশেষ ম্যাচটি খেলেছেন তিনি ২০২৩ এশিয়া কাপে।
এরপর ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই আসরে ৫০০ বেশি রান করেন তিনি। ২০২৪ সালের লিগে এক সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৫৩৬ রান। চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো, ১২১.৮৯। নিরেট পরিসংখ্যানের বাইরে তার ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে পরিবর্তন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও বললেন, ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের খেলার ধরনে উন্নতির ছাপ দেখেছেন তারা। নাঈমের মতোই ২০২৩ এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন শামীম। লোয়ার মিডল-অর্ডারে মাহমুদউল্লাহর অবসরে তার সামনে এখন আবার ওয়ানডে খেলার সম্ভাবনা। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দলের নিয়মিত মুখ ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন। এই সংস্করণে সর্বশেষ ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৫ রান। সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতে নতুন শুরুর সুযোগ অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের। লিটনের মতো হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গী হতে পারেননি। তাসকিন আহমেদের অ্যাঙ্কেলের সমস্যা থাকায় ওয়ার্কলোড বিবেচনা করে বাড়তি পেসার নেওয়া হয়েছে দলে। তাই সুযোগ মিলেছে ২৫ বছর বয়সী পেসারের। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তানভির। এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন ৬টি টি-টোয়েন্টি খেলা বাঁ-হাতি স্পিনার। প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২ ম্যাচে ৫ উইকেট পান ২৮ বছর বয়সী স্পিনার। নাসুমের জায়গায় তানভিরকে নেওয়ার কারণ জানাতে গিয়ে দুই বাঁ-হাতি স্পিনারকে ‘ঘুরিয়ে-ফিরিয়ে’ খেলানোর কথা বলেন প্রধান নির্বাচক। ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও সুযোগ পাননি নুরুল হাসান সোহান। লিটন ফেরায় দলে আর কোনো কিপার-ব্যাটসম্যানের প্রয়োজন তারা দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে পাল্লেকেলেতে ৮ জুলাই শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।