ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টিটুর মেয়াদ বাড়াল বাফুফে

টিটুর মেয়াদ বাড়াল বাফুফে

টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে চুক্তি আরেক দফা মেয়াদে বাড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন চুক্তি গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে। এর আগে এপ্রিলে বাড়ানো তিন মাসের চুক্তি শেষ হয়েছিল গত সোমবার। আর এদিনই টিটুর নতুন নিয়োগপত্র স্বাক্ষর হয়েছে। সপ্তাহ খানেক আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আকস্মিকভাবে আলোচনায় এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। টিটুর চুক্তি নবায়নে সেটা এখন পর্যন্ত গুঞ্জনই থাকছে। তবে বিভিন্ন সূত্রের খবর, টেকনিক্যাল ডিরেক্টর পদে এখনও বিদেশি খুঁজছে বাফুফে। ডিসেম্বরের মধ্যে পছন্দসই কাউকে পেলে টিটুর জায়গায় স্থলাভিষিক্ত করা হতে পারে। তখন টিটুকে হেড অব কোচিং এডুকেশন কিংবা অন্য পদে দেওয়ার সম্ভাবনাও আছে।

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইফুল বারী টিটুর নিয়োগ হয়েছিল কাজী সালাউদ্দিন আমলের শেষ বছরে। সেই এক বছরের চুক্তি শেষ হয় ২০২৫ সালের মার্চে। নতুন সভাপতি তাবিথ আউয়াল ও তার টেকনিক্যাল কমিটি টিটুর চুক্তি তিন মাস বৃদ্ধি করে। এই সময়ের মধ্যে বাফুফে তাদের চাহিদামতো বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর না পাওয়ায় আবারও টিটুর মেয়াদ বাড়িয়েছে ৬ মাস। টেকনিক্যাল কমিটির আনুষ্ঠানিক সভা ছাড়াই বাড়ল তার মেয়াদ। টিটু গত ১৫ মাস টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কয়েকটি কোচিং কোর্স, একটি বয়সভিত্তিক দলের কোচিং এবং এএফসি সভা-সেমিনারে একাধিকবার মালয়েশিয়ায় গেছেন। যেটা গতানুগতিক ধারাই। এতেই বাফুফে ও টেকনিক্যাল ডিরেক্টর উভয়পক্ষ সন্তুষ্ট। অথচ একটি দেশের ফুটবলের অন্যতম নীতি-নির্ধারক টেকনিক্যাল ডিরেক্টর। যার নির্দেশনায় উন্নত দেশের ফুটবল পরিচালিত হয়। সেখানে বাংলাদেশে ফুটবলের টেকনিক্যাল রোডম্যাপ, ঘরোয়া ফুটবল লিগের টেকনিক্যাল রিপোর্ট এই সংক্রান্ত বিষয়ই পাওয়া যায় না।

বাফুফে অতি সম্প্রতি টেকনিক্যাল বিভাগ শক্তিশালী করতে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে ডেভলপমেন্ট পর্যায়ে নারী ও পুরুষ কোচকে আবেদন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত