ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আবারও অস্ট্রেলিয়ায় খেলবে বাংলাদেশ ‘এ’ দল

আবারও অস্ট্রেলিয়ায় খেলবে বাংলাদেশ ‘এ’ দল

আরও একবার অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গত আসরে রিপন মন্ডল, রাকিবুল হাসান, পরভেজ হোসেন ইমনদের নিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী মঞ্চে হারতে হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে।

এবার সেই আক্ষেপ দূর করার অভিযানে অস্ট্রেলিয়ার ডারউইনের টুর্নামেন্টেটিতে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ডারউইনের টপ এন্ড টি-টোয়েন্টিতে খেলবে পাকিস্তান ‘এ’ দল আর নেপাল জাতীয় দল। ১১ দলের এই টুর্নামেন্টের অন্য অংশগ্রহণকারীদের নাম ও সূচি জানানো হবে ধাপে ধাপে। নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি বললেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে গর্বিত আমরা। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ আর পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও।’ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও উচ্ছ্বসিত এই টুর্নামেন্ট নিয়ে ‘ডারউইনে ফিরতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে সেখানে।’ সূচি ঘোষণা না হলেও ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। টিও স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচটিকে বলা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত