ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ক্লাব বিশ্বকাপ পালমেইরাসের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিতে চেলসি

ক্লাব বিশ্বকাপ পালমেইরাসের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিতে চেলসি

ক্লাব বিশ্বকাপ শেষেই চেলসিতে যোগ দেবেন এস্তেভো উইলিয়ান। ‘ছোট মেসি’ নামে খ্যাতি পেয়ে যাওয়া ব্রাজিলিয়ান তরুণ চেলসির বিপক্ষে দুর্দান্ত এক গোলে তার প্রতিভার ঝলক দেখালেন। সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলল পালমেইরাস। কিন্তু ব্রাজিলিয়ান দলটির সর্বনাশ হলো শেষ দিকে আত্মঘাতী এক গোলে। ওই গোলেই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল চেলসি। কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে চেলসি। ফাইনালে ওঠার পথে তারা সামনে পাচ্ছে আরেকটি ব্রাজিলিয়ান দলকে। একইদিনে আরেক কোয়ার্টার-ফাইনালে সৌদি আরবের আল হিলালকে একই ব্যবধানে হারায় ফ্লুমিনেসি। আল হিলাল ও ফ্লুমিনেসির ম্যাচটিই ছিল আগে। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল কান্নাভেজা। দুর্ঘটনায় মারা যাওয়া পর্তুগিজ তারকা দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় খেলা শুরুর আগে। সেসময় কান্নায় ভেঙে পড়েন আল হিলালের দুই পর্তুগিজ তারকা জোয়াও কান্সেলো ও রুবেন নেভেস। আবেগময় আবহে শুরু হয় খেলা। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে ৪০তম মিনিটে ফ্লুমিনেসিকে এগিয়ে দেন মাতেউস মার্তিনেলি। বক্সের ভেতর থেকে গোলার মতো শটে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই সমতায় ফেরে আল হিলাল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্মরণীয় জয়ে দুটি গোল করা মার্কোস লেওনার্দো এবারও গোল করে জাগিয়ে তোলেন দলের সম্ভাবনা। তবে আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ফ্লুমিনেসির জয়ে শেষ সময়ে গোল করেছিলেন যিনি, সেই এহকুলেস ব্যবধান গড়ে দেন আবারও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত