ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় দল কমিটি থেকে সাখাওয়াতকে অব্যাহতি

জাতীয় দল কমিটি থেকে সাখাওয়াতকে অব্যাহতি

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি থেকে অব্যাহতি পেলেন সাখাওয়াত হোসেন।

তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য। গত শুক্রবার বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি। যদিও শাহীনকে অব্যাহতি দেওয়া চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথাই লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। এ সব স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে। বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন।

সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটির আকার বাড়িয়েছেন ১২ জনে। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন।

সাম্প্রতিক সময়ে বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্যকে কোনো স্ট্যান্ডিং কমিটি থেকে এভাবে অপসারণ করা হয়নি।

সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন গত ১৪ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের বিদায় চাওয়ায় বাফুফের প্রায় সবাই বিব্রত হয়েছেন, পাশাপাশি কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠে জোরেশোরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত