যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি ছাড়তে পারেন লিওনেল মেসি। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে বিশ্বকাপের জন্য ভালো মতো প্রস্তুত হতে এমন সিদ্ধান্ত নিতে পারেন সর্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। ফুটবল বিষয়ক ক্রীড়া সাংবাদিক এস্তেবান এডুল এমনই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রেখেছেন মেসি। তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞা সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, দুই পক্ষই চুক্তি নবায়নে আগ্রহী এবং আশাবাদী। নবায়ন করতে ইন্টার মায়ামির সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন লিওনেল মেসি। আলোচনার বিষয়টি সূত্রের বরাতে জানিয়েছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল শেষেই পুরিয়ে যাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে মেসির অন্য লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও মায়ামিতেই থাকার ব্যাপারে আগ্রহী আর্জেন্টাইন সুপারস্টার। ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। আড়াই বছরের চুক্তি অনুসারে এমএলএস ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকার কথা ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলারের। ক্লাবের সহ-মালিক হোর্হে মাস গত জুনে ইএসপিএনকে জানান, মেসিকে দলে রাখার জন্য তারা সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত এবং চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী। হোর্হে মাস বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আমার ইচ্ছা ও স্বপ্ন হলো, আমাদের নতুন স্টেডিয়াম মার্চে উদ্বোধন হোক আমাদের ১০ নম্বর জার্সিধারীর (মেসি) হাত ধরে। তবে এ সিদ্ধান্ত মেসির। আমরা চাই তিনি এখানেই তার ক্যারিয়ার শেষ করেন। আমি বলেছিলাম, গ্রীষ্মে এ বিষয়ে কিছু খবর পাওয়া যাবে, তবে আশা করি এর আগেই হবে।’
মেসির নেতৃত্বে মায়ামি ইতোমধ্যেই তাদের ইতিহাসের প্রথম ট্রফিগুলো জিতেছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড এবং এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড অন্যতম। এসব সাফল্যের সিড়ি বেয়ে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে মায়ামি।