ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবে চুক্তির পুরো টাকা

জোতার পরিবারের খরচ চালাবে লিভারপুল

জোতার পরিবারের খরচ চালাবে লিভারপুল

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগালের সম্ভাবনাময় তরুণ ফুটবলার ডিওগো জোতা। গত বৃহস্পতিবার স্পেনের জারামো প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়িতে থাকা ছোট ভাই আন্দ্রেও মারা গেছেন। তাদের আকস্মিক প্রয়াণে শোকে ভাসছে ক্রীড়াজগত। অকালপ্রয়াত জোতার পরিবারের পাশে দাঁড়িয়েছে লিভারপুল। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, জোতার বাকি দুই বছরের চুক্তির সম্পূর্ণ অর্থ প্রায় ১৪.৫ মিলিয়ন পাউন্ড তার পরিবারকে পরিশোধ করবে ক্লাবটি।

২০২২ সালে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন জোতা, যেখানে তার সাপ্তাহিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার পাউন্ড। বছরে যা দাঁড়ায় প্রায় ৭.২ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী বাকি দুই বছরের পুরো টাকাই পরিবারকে দেয়া হবে, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম। জোতার পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতা এখানেই শেষ নয়। সন্তানদের পড়াশোনার অর্থও দেওয়ার কথা ভাবছে লিভারপুল। এমনকি জোতার স্ত্রী রুট কারদোসোকেও সহায়তা দেয়ার ভাবনা আছে ক্লাবটির।

জোতার অকাল মৃত্যুর পর থেকেই তার পরিবারকে সম্মান ও সমবেদনা জানিয়ে আসছে লিভারপুল। তাদের ব্যক্তিগত শোক পালনে প্রয়োজনীয় গোপনীয়তা নিশ্চিত করেছে ক্লাব। আর এবার এই আর্থিক সহায়তার মাধ্যমে প্রিয় খেলোয়াড়ের পরিবারের পাশে থাকার বার্তা দিল ক্লাবটি। এটি লিভারপুলের পক্ষ থেকে শুধু দায়িত্ব নয়, প্রমাণও যে জোতার প্রতি তাদের সম্মান ও ভালোবাসা কতটা গভীর। ক্লাব সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও জোতার স্ত্রী রুট কার্ডোসো ও তাদের তিন ছোট সন্তানের জন্য অতিরিক্ত সহায়তার পদক্ষেপ নেওয়া হতে পারে। গত ৩ জুলাই স্পেন হয়ে ইংল্যান্ডে যাচ্ছিলেন জোতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত