ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অধিনায়ক ডু প্লেসি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অধিনায়ক ডু প্লেসি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন ফাফ ডু প্লেসি। তার জন্য ক্রিকেট বলতে এখন টি-টোয়েন্টিই সব! আর এ ফরম্যাটে লম্বা সময় ধরে খেলার ফলে বেশ অভিজ্ঞতাও হয়েছে তার। তাই অনেক ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টেই অধিনায়ক হিসেবে দেখা যায় তাকে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে বর্তমানে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান করেছেন ডু প্লেসি। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসাবে ৬৫৬৪ রান করেছেন তিনি। তাকে ছাপিয়ে গিয়েছেন ডু প্লেসি। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে তার মোট রান ৬৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে ধোনি ৬২৮৩ ও রোহিত ৬০৬৪ রান করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত