ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ইউরোপীয় দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট নিয়েও কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কিছু হচ্ছে না। এখন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির কথা নিশ্চিত করেছে।

কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে অবস্থান করছে। আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। নেপাল থেকে খেলে এসে বাংলাদেশ নিজেদের মাঠে অক্টোবরে হংকংয়ের মুখোমুখি হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত