ঢাকা রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

ক্রিকেটেও একজন ‘হামজা’ প্রয়োজন

ক্রিকেটেও একজন ‘হামজা’ প্রয়োজন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তিনটিতেই অলআউট হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচেই বাংলাদেশ পারেনি পুরো ৫০ ওভার ব্যাট করতে। দ্বিতীয় ওয়ানডে জয়ের ম্যাচে ৮ নম্বরে নেমে ২১ বলে তানজিম হাসান সাকিব ৩৩ রান না করলে হারতেও হতে পারত ম্যাচটা। ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে গতকাল বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান। মিরাজদের মানসিকভাবে ফিট মনে হয়নি আকরামের, ‘ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’

অতিরিক্ত চাপ নিয়ে খেলার কোনো মানে দেখেন না আকরাম, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’ মাঠে ক্রিকেটারদের আচরণ নিয়েও অসন্তুষ্ট আকরাম। দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে যাওয়ার পর ক্ষোভে ব্যাট ছুড়ে মারেন তাওহিদ হৃদয়। সেটা ইঙ্গিত করে আকরাম বললেন, ‘কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে, এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে।’ জুলাইয়ের ২০ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অথচ সিরিজটি দেখানোর আগ্রহী কোনো সম্প্রচারকও এখন পর্যন্ত পাওয়া যায়নি! এজন্য ফুটবলের হামজা চৌধুরীর মতো একজন তারকার অভাব দেখছেন আকরাম, ‘আপনি যদি পারফর্ম না করেন, তাহলে তো প্রভাব পড়বেই। এটা এখন না হোক, পরে হবে। একটা দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে, আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে, আগ্রহ বেড়েছে। আমার বাসায় আমার মেয়েও গেছে খেলা দেখতে।’ সাকিব, তামিমদের মতো তারকার অভাবের কথাও স্বীকার করে নিলেন আকরাম, ‘এ ধরনের (হামজার মতো) আইকন খুব গুরুত্বপূর্ণ। যখন সাকিব ছিল, তামিম ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আমাদেরও আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ করে তাহলে তো প্রভাব ফেলবে। মানুষ খেলা দেখে, যাকে পছন্দ করে, তার খেলা দেখে। সে যদি পারফর্ম না করে, তাহলে নিরাশ হয়ে যায়। আপনার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আইকন খেলোয়াড়র জন্য। বড় বড় যারা খেলোয়াড় আছে, তারা বেশির ভাগ ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। ‘আমাদের ধারাবাহিকতার খুবই অভাব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত