ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

র‍্যাংকিংয়ে বড় লাফ জাকের-তাওহীদের

র‍্যাংকিংয়ে বড় লাফ জাকের-তাওহীদের

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। দলীয় র‍্যাংকিংয়ে যা প্রভাব পড়েনি। আগের অবস্থানেই আছে দুই দল। শ্রীলঙ্কা র‍্যাংকিংয়ে চার নম্বর দল। বাংলাদেশের অবস্থান দশে। তবে ব্যক্তিগত র‍্যাংকিংয়ে প্রভাব পড়েছে। বাংলাদেশের ব্যাটসম?্যানদের মধ্যে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের উন্নতি হয়েছে। অবনমন হয়েছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, লিটন দাসের।

বোলিংয়ে কেবল বলার মতো তাসকিন আহমেদের উন্নতি হয়েছে। গতকাল বুধবার আইসিসি ওয়েবসাইটে র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। শ্রীলঙ্কার মাটিতে তিন ওয়ানডেতে জাকের ৩৪ গড়, ৭৪.৭৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন। ৩২ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে ৫৯তম স্থানে এসেছেন তিনি। জাকেরের চেয়ে ১ রান বেশি করেছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে তাওহীদের অবস্থান ৫১তম স্থানে। ৩৪.৩৪ গড়ে ১০৩ রান করেছেন তাওহীদ। সাবেক অধিনায়ক শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে গেছে। তার পেছনে যাওয়ায় র‍্যাংকিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান। ৫ ধাপ নেমেছেন বর্তমান অধিনায়ক মিরাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত