ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

সেমিফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

সেমিফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিল বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারেও সম্ভাবনা রাখল জিইয়ে। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে খেই হারাল দল। জাপানের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ। চীনের দাঝুতে হওয়া এই প্রতিযোগিতায় গতকাল শুক্রবার সেমিফাইনালে জাপানের বিপক্ষে ৬-৪ গোলে হেরেছে বাংলাদেশ। এখন দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে জাপান সমতায় ফেরানোর পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা সমতায় ফেরান জাপানকে। ৪৭তম মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনায় প্রাণ ফিরে। ৫১তম মিনিটে সাসাকি সমতা ফেরানোর পর খেই হারায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হেরেই যায় দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত