ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি সিরিজ

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

বড্ড দুঃসময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট, ওয়ানডে কিম্বা টি-টোয়েন্টি সব সংস্করণেই হারের মালা পড়ছে টাইগাররা। দিনের পর দিন হারে লাল সবুজের জার্সিধারীদের ওপর থেকে আস্থা কমে যাচ্ছে সমর্থকদের। একইসঙ্গে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও কমে যাচ্ছে। তাই সমর্থকদের আস্থা এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে প্রয়োজন জয়। অধর সেই জয়ে লক্ষ্য নিয়েই আজ ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজের প্রথম ম?্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজে ১-০ ব?্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। পাল্লেকেল্লেতে বাংলাদেশকে ৭ উইকেটে ওড়িয়ে দেয় শ্রীলঙ্কা। এবার তাদের সিরিজ নিশ্চিতের লড়াই। উল্টো চিত্র বাংলাদেশের ড্রেসিংরুমে। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে জিততেই হবে। নয়তো সিরিজ হাতছাড়া। এর আগে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে সিরিজ হেরেছে। টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে নাকি সেটাই দেখার।

ফরম?্যাট পাল্টাচ্ছে কিন্তু বাংলাদেশের পারফরম?্যান্সের চিত্র পাল্টাচ্ছে না। ২০১৭ সালের পর বাংলাদেশ দল এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দ্বীপ রাষ্ট্রে গেছে। এক মাসের সফর। লম্বা সময়ে ক্রিকেটাররা নিজেদের পরিবারকেও কাছে পেয়েছে। হোম সিকনেস আসার সুযোগ নেই। তবুও মাঠের ক্রিকেটে নেই কোনো পেশাদারিত্ব। ফরম?্যাট পাল্টাতেই অধিনায়ক পাল্টায়। নতুন অধিনায়ক আসে। দলেরও পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয় না। অতীত ইতিহাসও এরকমই। শ্রীলঙ্কার বিপক্ষে আগের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চারটিই হেরেছে বাংলাদেশ। একটি ড্র করেছে সেটা অবশ?্য ছিল দুই ম?্যাচের সিরিজ। প্রথম ম?্যাচ হারের পর দ্বিতীয় ম?্যাচে ঘুরে দাঁড়ায়।

বাংলাদেশ যেখানে ব?্যর্থতায় হাবুডুবু খাচ্ছে সেখানে শ্রীলঙ্কা নিজেদের মাঠে প্রতি ফরম?্যাটেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। ব্যাটার, বোলার, ফিল্ডার প্রত?্যেেকই নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন। সেই অনুযায়ী পারফর্মও করছেন। ব?্যাটিংয়ে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস বাংলাদেশের জন?্য প্রতি ম?্যাচেই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু রান-ই তারা করছেন না, নতুন বলে পেসারদের আক্রমণ করে এলোমেলো করে দিচ্ছেন। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও নিয়মিত রান পাচ্ছেন। বোলারদের শাসন করছেন প্রাণখুলে। স্পিনার মাহিশ থিকসানা ও পেসার নুয়ান থুসারা বাংলাদেশের ব?্যাটসম?্যানদের ভোগাচ্ছেন। সব মিলিয়ে স্বাগতিক শিবির যেন একটা হাসিখুশি পরিবার। যারা এক হয়ে অনায়েসে পারফর্ম করে সাফল?্য পেয়ে যাচ্ছে।

বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। তিনি বলেন, ‘যখন একজন ব্যাটার ফর্মে থাকে এবং ৩০-৪০ রান করে তখন তার পরের লক্ষ্য হওয়া উচিত ৭০-৮০ রানে ইনিংস খেলা। তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ভালো করেছেন কুশল মেন্ডিস। ধারাবাহিকতা ধরে রেখে বড় ইনিংস খেলছেন তিনি। আমাদের বোলাররা তার কারণে সমস্যায় পড়েছে। আমাদের দলের জন্য একজন ব্যাটারের একই কাজ করা উচিত।’

মুশতাক আরও বলেন বাংলাদেশের ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছেন না, ‘যখন পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তখন সেটি কাজে লাগাতে পারেনি ব্যাটাররা। ক্রিজে এসে রিভার্স-সুইপ ছক্কা মেরে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন শামীম। তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জিং উইকেটে জয়ের জন্য লড়াকু স্কোর দরকার পড়ে। এজন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হয় এবং ভালো শুরুর পর ইনিংস বড় করতে হয়।’

বাংলাদেশ দলে পারফর্মারের অভাব নেই। নিজেদের দিনে প্রত্যেকে জ্বলে উঠলে সাফল?্য ধরা দেয়। কিন্তু কবে ক্রিকেটাররা চেনা রূপে ধরা দেবেন সেটাই বিরাট প্রশ্নের। শ্রীলঙ্কায় অন অ?্যান্ড অফ পারফরম?্যান্সে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের সেরা খেলাটা জরুরি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ঊরুর চোটের প্রথম ম্যাচে খেলেননি জাকের আলি। যদি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান তাহলে একাদশে ফিরবেন জাকের। এছাড়াও একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত